Breaking News

মু্ক্তির আগেই রেকর্ড গড়তে চলেছে হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি।





অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে হাফ গার্লফ্রেন্ড শিরোনামের সিনেমা নির্মাণ করছেন পরিচালক মুহিত সুরিরোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছেতবে মু্ক্তির আগেই রেকর্ড গড়তে চলেছে সিনেমাটি
বলিউড সিনেমার সবচেয়ে বড় গানের রেকর্ড গড়তে চলেছে অর্জুন-শ্রদ্ধা অভিনীত সিনেমাটিপ্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘কম্পোজার মিথুন ১৮ মিনিটের একটি গান তৈরি করেছেন যা সিনেমার থিম হিসেবে ব্যবহার হবেগানটি লিখেছেন মনোজ মুনতাসিরসিনেমার একটি বিশেষ দৃশ্যে গানটি ব্যবহার হবেগানের কথাগুলোও অনেক সুন্দরমনোজ অনেক আগেই কবিতাটি লিখেছিলএকটি কনসার্টে তিনি এটি আবৃত্তি করেছিলেন এবং মুহিত তা শুনেছিলেনএরপর তিনি মনোজ ও মিথুনের সঙ্গে দেখা করেনকারণ তিনি মনে করেন এটি অনেক সুন্দর একটি গান হতে পারে
সূত্রটি আরও জানায়, যদি গানটি রাখা হয় তাহলে তা সালমান খান ও সোনম কাপুরের প্রেম রতন ধন পায়ো সিনেমার রেকর্ড ভাঙতে সক্ষম হবেসিনেমাটিতে ১৩ মিনিট দীর্ঘ একটি গান ছিলযদিও গানটির একটি বড় অংশ সিনেমাটি থেকে বাদ দেয়া হয়
হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি তৈরি হচ্ছে চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডউপন্যাস অবলম্বনেআগামী ১৯ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে

No comments